বিয়ানীবাজার থানার ওসি জনাব মোঃ শাহজালাল মুন্সি অফিসের কাজের ফাকে ফাকে তাহার বাস ভবন প্রাঙ্গনে তৈরী করেন ফলের বাগান। মরিচ, বেগুন, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির আম গাছের চারা রোপন করেন। প্রত্যহ নিজেই যত্ন নিতেন চারা গাছগুলোর। ফল ধরা শুরু হয়ে গেলে, গাছ ও ফল রক্ষার জন্য পুরো বাগান জাল দিয়ে সংরক্ষন করেন। কয়েক দফা আম পাড়ার পর এখোনও ওসি সাহেবের ফলের বাগানে আম। আজ তিনি নিজে সব আম পেড়ে থানার অফিসার ফোর্সদের মাঝে দিয়ে দেন। তিনি আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করে বলেন, আমরা সকলেই যদি অন্তত ২ টি করে ফলের গাছ লাগাই, তাহলে আমাদের ফল কিনে খাওয়া লাগবে না।
Home »
» ওসির আম বাগানে এখোনও আম
ওসির আম বাগানে এখোনও আম
1:56 AM
No comments
Related Posts:
পরোয়ানাভূক্ত পলাতক আসামী আজির উদ্দিন গ্রেফতার বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব অবনী শংকর কর এর নেতৃত্বে ২১/১০/১৮ তারিখ এএসআই/সাজ্জাদ হোসেন, সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার থানা মামলা নং-২৭(০৭)১৮ এর পরোয়ানাভূক্ত পলাতক আসামী আজির উ… Read More
শিক্ষা মন্ত্রী মহেদায় কর্তৃক বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ, এমপি মহোদয় অদ্য ১৭/১০/২০১৮খ্রি: তারিখ বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। মন্ত্রী মহোদয় কর্তৃক পরিদর্শনকালে বিয়ানীবাজার উপজেলার সম্মানিত মেয়র জন… Read More
অতি: পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল জনাব মো: মোস্তাক সরকার এর বদলী “আমরা একসাথে কাজ করার স্মৃতিকে লালন করি” জনাব মো: মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল, সিলেট মহোদয়ের সিলেট জেলার জকিগঞ্জ সার্কেল হতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ সার্কেলে বদলী হওয়ায় বিয়ানীবাজার থান… Read More
৯৬০০০ পিছ আমদানী নিষিদ্ধ ভারতীয় সিগারেট আটক বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব অবনী শংকর কর এর নির্দেশে বিয়ানীবাজার থানাধীন চারখাই পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই/মো: সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চারখাই ও আলীনগর ইউপি এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে অদ… Read More
অতি: পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল কর্তৃক বিয়ানীবাজার উপজেলা পূজা মন্ডপ পরিদর্শন জনাব মো: মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সাকেল, সিলেট মহোদয় অদ্য ১৮/১০/২০১৮খ্রি: বিয়ানীবাজার থানা এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব অবনী শংকর করসহ পূজা উদযাপন কমিট… Read More
0 Comments:
Post a Comment