Ads

ওসির আম বাগানে এখোনও আম

বিয়ানীবাজার থানার ওসি জনাব মোঃ শাহজালাল মুন্সি অফিসের কাজের ফাকে ফাকে তাহার বাস ভবন প্রাঙ্গনে তৈরী করেন ফলের বাগান। মরিচ, বেগুন, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির আম গাছের চারা রোপন করেন। প্রত্যহ নিজেই যত্ন নিতেন চারা গাছগুলোর। ফল ধরা শুরু হয়ে গেলে, গাছ ও ফল রক্ষার জন্য পুরো বাগান জাল দিয়ে সংরক্ষন করেন। কয়েক দফা আম পাড়ার পর এখোনও ওসি সাহেবের ফলের বাগানে আম। আজ তিনি নিজে সব আম পেড়ে থানার অফিসার ফোর্সদের মাঝে দিয়ে দেন। তিনি আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করে বলেন, আমরা সকলেই যদি অন্তত ২ টি করে ফলের গাছ লাগাই, তাহলে আমাদের ফল কিনে খাওয়া লাগবে না।

Related Posts:

0 Comments:

Post a Comment