Ads

200 ইয়াবা সহ ৩ জন আটক

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব অবনী শংকর কর এর নেতৃেত্ব গত ১৮.৭.১৯ তারিখ এসআই মো কামরুল আলম সঙ্গীয় এএসআই আব্দুল হালিম শিকদার ও ফোর্সসহ  অত্র থানাধীনা লাসাইতলা এলাকায়  অভিযান করে  ০৩ জন আসামীকে ইয়াবা ক্রয় বিক্রয়কালে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।  গ্রেফতারকালে আসামীগণ গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।  পলাতক আসামি সহ সকলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান।

0 Comments:

Post a Comment