Ads

মাদক মুক্ত সিলেট গড়তে সবার সহযোগীতা চাই ঃ পুলিশ সুপার, সিলেট ।


মাদকমুক্ত সিলেট গড়ার লক্ষ্যে সিলেবাসীর নিকট সহযোগিতা চইলেন সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন এসপি।

(ফেসবুক হতে নেয়া)
প্রিয় সিলেট বাসী, 
দুরারোগ্য ব্যাধির মত মাদক আমাদের দেশের তরুন সমাজের একটা অংশ কে গ্রাস করার চেষ্টা করছে। যে তরুন যুব শক্তি একটি দেশের প্রাণ-মেরুদন্ড,মাদকের ছোবলে সেই মেরুদন্ড হুমকির মূখে পরার সম্ভাবনা দেখা দিয়েছে।সম্প্রতি বাংলাদেশ পুলিশের মান্যবর আইজিপি ড. বেনজীর আহমদ বিপিএম (বার) মহোদয় বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ের সকল অফিসারদের সাথে এক মতবিনিময় সভায় সারা বাংলাদেশ কে মাদক মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।মাদকের বিরুদ্ধে মাননীয় আইজিপি স্যারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় সিলেট জেলা পুলিশ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা কে মাদক মুক্ত করতে জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা প্রনয়ন সহ এর বাস্তবায়নে সকল থানা এবং অন্যান্য ইউনিটে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।যার প্রেক্ষিতে করোনা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি মাদকের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। এমতাবস্তায় সিলেট জেলার সম্মানীত সুধীজনের নিকট বিনীত অনুরোধ,দেশের বৃহৎ স্বার্থে এবং সম্ভাবনায় তরুন প্রজন্ম কে বাঁচাতে প্রত্যেক এলাকার মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি,তাদের আশ্রয় দাতা সহ মাদক সেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে জেলা পুলিশ কে সহযোগীতা করার আহ্বান জানাচ্ছি।দেশের বৃহৎ স্বার্থে আপনাদের সহযোগীতা জেলা পুলিশ কৃতজ্ঞতার সহিত স্মরন রাখবে পাশাপাশি তথ্য প্রদানকারী ব্যক্তিবর্গের শতভাগ গোপনীয়তা রক্ষা করবে জেলা পুলিশ।

আপনাদের সকলের আন্তরিক সহযোগীতায় পূন্যভূমি সিলেট জেলা কে অচিরেই মাদক মুক্ত করব ইনশাল্লাহ।

Related Posts:

  • মাদক মুক্ত সিলেট গড়তে সবার সহযোগীতা চাই ঃ পুলিশ সুপার, সিলেট । মাদকমুক্ত সিলেট গড়ার লক্ষ্যে সিলেবাসীর নিকট সহযোগিতা চইলেন সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন এসপি।(ফেসবুক হতে নেয়া)প্রিয় সিলেট বাসী, দুরারোগ্য ব্যাধির মত মাদক আমাদের দেশের তরুন সমাজের একটা অংশ কে গ্রাস কর… Read More
  • অতি: পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল জনাব মো: মোস্তাক সরকার এর বদলী “আমরা একসাথে কাজ করার স্মৃতিকে লালন করি‍” জনাব মো: মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল, সিলেট মহোদয়ের সিলেট জেলার জকিগঞ্জ সার্কেল হতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ সার্কেলে বদলী হওয়ায় বিয়ানীবাজার থান… Read More
  • জাল টাকাসহ ব্যবসায়ী আটক গত ০৪/১১/২০১৮ খ্রি: বিয়ানীবাজার থানার এসআই (নিঃ)/মোঃ আব্দুল ওয়াহেদ গাজী সঙ্গীয় কং/২৬২ শ্যামল সিংহ, কং/৫৮৬ মকবুল হোসেন কে বিয়ানীবাজার থানা এলাকায় দিবাকালীন কিলো ডিউটি থাকা অবস্থায় সংবাদ পাইয়া ১৯.৩৫ ঘটিকায় বিয়ানীবাজার দক্ষি… Read More

0 Comments:

Post a Comment