সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অদ্য ২৮/০৩/২০২০খ্রি: তারিখ দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মো: ইকবাল বাহার এবং থানার অফিসার ও ফোর্স মোটর সাইকেল দ্বারা অত্র থানাধীন পাগলা বাজার, শান্তিগঞ্জ বাজার, দিরাই রাস্তা মোড়ে, গনিগঞ্জ বাজার, নোয়াখালী বাজার, পাথারিয়া বাজার এবং ডুংরিয়া বাজার এলাকায় প্রচলিত করোনা ভাইরাস সংক্রাতে মানুষের সমাগম ও অবাধে চলাফেরা রোধে সতর্কতামূলক মহড়া করেন। অফিসার ইনচার্জ সাহেব দুস্থদের মাঝে মাস্ক বিতরণ করেন। তাহাছাড়াও প্রত্যেকটি বাজার এলাকায় মাইকিং এর মাধ্যমে করোনা ভাইরাস এর বিষয়ে সতর্কতামূলক বক্তব্য প্রদান করা হয়।
Home »
» মাস্ক বিতরণ, সতর্কতা মহড়া ঃ ওসি দক্ষিণসুনামগঞ্জ
মাস্ক বিতরণ, সতর্কতা মহড়া ঃ ওসি দক্ষিণসুনামগঞ্জ
10:14 AM
No comments
0 Comments:
Post a Comment