বিগত প্রায় ১০/১২ দিন যাবৎ বিয়ানীবাজার থানা প্রাঙ্গন ও আশপাশ এলাকায় সাপের ছোট ছোট প্রায় ১০ টি বাচ্চা পাওয়া গিয়েছিল। তখন হতে ধারণা করা হয় যে, বিয়ানীবাজার থানা কম্পাউন্ড সহ আশেপাশের জঙ্গলে বিষধর সাপ রয়েছে এবং বিয়ানীবাজার থানা পুলিশ সদস্যগণ সহ আশপাশ এলাকার লোকজন বিষধর সাপের আতঙ্কে বসবাস করছিল। অদ্য ১৭/০৮/২০১৮খ্রি: সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় সাপুরে মো: বুরহান উদ্দিন জালালী এর মাধ্যমে ০২ টি বড় ঘোখড়া সাপসহ ছোট বড় বিভিন্ন প্রজাতীর মোট ১৮টি সাপ ধরা হয়েছে। বর্তমানে থানার পুলিশ সদস্যগণ ও আশপাশ এলাকার লোকজন আতঙ্ক মুক্ত।
Home »
» বিয়ানীবাজার থানায় বিষধর সাপ, ধরা হয়েছে ১৮ টি
বিয়ানীবাজার থানায় বিষধর সাপ, ধরা হয়েছে ১৮ টি
12:24 AM
No comments
0 Comments:
Post a Comment