Ads

মাদক মুক্ত সিলেট গড়তে সবার সহযোগীতা চাই ঃ পুলিশ সুপার, সিলেট ।


মাদকমুক্ত সিলেট গড়ার লক্ষ্যে সিলেবাসীর নিকট সহযোগিতা চইলেন সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন এসপি।

(ফেসবুক হতে নেয়া)
প্রিয় সিলেট বাসী, 
দুরারোগ্য ব্যাধির মত মাদক আমাদের দেশের তরুন সমাজের একটা অংশ কে গ্রাস করার চেষ্টা করছে। যে তরুন যুব শক্তি একটি দেশের প্রাণ-মেরুদন্ড,মাদকের ছোবলে সেই মেরুদন্ড হুমকির মূখে পরার সম্ভাবনা দেখা দিয়েছে।সম্প্রতি বাংলাদেশ পুলিশের মান্যবর আইজিপি ড. বেনজীর আহমদ বিপিএম (বার) মহোদয় বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ের সকল অফিসারদের সাথে এক মতবিনিময় সভায় সারা বাংলাদেশ কে মাদক মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।মাদকের বিরুদ্ধে মাননীয় আইজিপি স্যারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় সিলেট জেলা পুলিশ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা কে মাদক মুক্ত করতে জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা প্রনয়ন সহ এর বাস্তবায়নে সকল থানা এবং অন্যান্য ইউনিটে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।যার প্রেক্ষিতে করোনা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি মাদকের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। এমতাবস্তায় সিলেট জেলার সম্মানীত সুধীজনের নিকট বিনীত অনুরোধ,দেশের বৃহৎ স্বার্থে এবং সম্ভাবনায় তরুন প্রজন্ম কে বাঁচাতে প্রত্যেক এলাকার মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি,তাদের আশ্রয় দাতা সহ মাদক সেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে জেলা পুলিশ কে সহযোগীতা করার আহ্বান জানাচ্ছি।দেশের বৃহৎ স্বার্থে আপনাদের সহযোগীতা জেলা পুলিশ কৃতজ্ঞতার সহিত স্মরন রাখবে পাশাপাশি তথ্য প্রদানকারী ব্যক্তিবর্গের শতভাগ গোপনীয়তা রক্ষা করবে জেলা পুলিশ।

আপনাদের সকলের আন্তরিক সহযোগীতায় পূন্যভূমি সিলেট জেলা কে অচিরেই মাদক মুক্ত করব ইনশাল্লাহ।

মাস্ক বিতরণ, সতর্কতা মহড়া ঃ ওসি দক্ষিণসুনামগঞ্জ


সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অদ্য ২৮/০৩/২০২০খ্রি: তারিখ দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মো: ইকবাল বাহার এবং থানার অফিসার ও ফোর্স মোটর সাইকেল দ্বারা অত্র থানাধীন পাগলা বাজার, শান্তিগঞ্জ বাজার, দিরাই রাস্তা মোড়ে, গনিগঞ্জ বাজার, নোয়াখালী বাজার, পাথারিয়া বাজার এবং ডুংরিয়া বাজার এলাকায় প্রচলিত করোনা ভাইরাস সংক্রাতে মানুষের সমাগম ও অবাধে চলাফেরা রোধে সতর্কতামূলক মহড়া করেন। অফিসার ইনচার্জ সাহেব দুস্থদের মাঝে মাস্ক বিতরণ করেন। তাহাছাড়াও প্রত্যেকটি বাজার এলাকায় মাইকিং এর মাধ্যমে করোনা ভাইরাস এর বিষয়ে সতর্কতামূলক বক্তব্য প্রদান করা হয়।





১২ বোতল অফিসার চয়েস মদ সহ আটক এক

২৫/০৩/২০২০ দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর দিক নিদের্শনায় এসআই(নি:) মো: তারিকুল ইসলাম এর নের্তৃত্বে এএসআই মোঃ আবুল হাসনাত চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য অভিযান পরিচালনা করিয়া ১২ বোতল অফিসার চয়েয় মদসহ আসামী সজলু ভট্টচার্য্য @ সজু ঠাকুর (৪৫), পিতা-মৃত মোহনলাল ভট্টাচার্য্য, সাং-শত্রুমর্দন (আখড়া সংলগ্ন), থানা-দক্ষিণ সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে হাতে নাতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।


অপরদিকে এএসআই/আব্দুস শহীদ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দায়রা-৯০/০৮ জিআর-২৬৮/২০০০ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী ১।রাহেল, পিতা-বসির মিয়া, ২। সাকির মিয়া, পিতা-মৃত তেরা মিয়া, ৩। হাফিজ মিয়া, পিতা-তাজুদ মিয়া, সর্ব সাং-মুরাদপুর, ইউ/পি-শিমুলবাক, থানা-দক্ষিণ সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জদেরকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

ওসির বাজারদর মনিটরিং

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ ইকবাল বাহার সহ অন্যান্য অফিসারদের নিয়া অদ্য ২৫/০৩/২০২০ তারিখ দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন পাগলা বাজারে বাজার দর মনিটরিং করেন এবং  মাইকিং এর মাধ্যমে উপস্থিত লোকজনদের দিক নির্দেশনা ও সতর্ক বার্তা প্রদান করেন।



পরোয়ানা ভূক্ত পলাতক আসামী গ্রেফতার

২৩/০৩/২০২০খ্রিঃ তারিখ-দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর দিক নিদের্শনায় এএসআই/প্রনয় নাল থানা এলাকায় অভিযান করে পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জন হোসেন (৩০), পিতা-নুরুল হোসেন, সাং-ইসলামপুর, পাগলা, দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বিয়ানীবাজার থানার ওসি জনাব অবনী শংকর কর এর নেতৃত্বে এএসআই স্বপন কুমার দাস ও এএসআই মাহবুবুর রহমান গ্রেফতারী অভিযান করে অত্র থানাধীন বুধবারি বাজার এলাকা হতে ০৩ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী আতিকুর রহমান কে গ্রেফতার করেন।

ইয়াবা সহ আসামী গ্রেফতার

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব অবনী শংকর কর এর নেতৃেত্ব ২০.৭.১৯ তারিখ এসআই  মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ  অত্র থানাধীন চারখাই এলাকায়  অভিযান করে  ০১ জন আসামীকে ইয়াবা ক্রয় বিক্রয়কালে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।  গ্রেফতারকালে আসামী গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।  পলাতক আসামি সহ সকলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান।

200 ইয়াবা সহ ৩ জন আটক

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব অবনী শংকর কর এর নেতৃেত্ব গত ১৮.৭.১৯ তারিখ এসআই মো কামরুল আলম সঙ্গীয় এএসআই আব্দুল হালিম শিকদার ও ফোর্সসহ  অত্র থানাধীনা লাসাইতলা এলাকায়  অভিযান করে  ০৩ জন আসামীকে ইয়াবা ক্রয় বিক্রয়কালে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।  গ্রেফতারকালে আসামীগণ গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।  পলাতক আসামি সহ সকলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান।